০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

লিভারপুল জয় বঞ্চিত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রায় পুরো ম্যাচে আধিপত্য দেখানো লিভারপুল শেষদিকে গোল হমজ করে জয় বঞ্চিত রইল। ১-১ গোলে ড্র করেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

লিডসের মাঠে এদিন ৩১তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। দিয়েগো জোতা ডি-বক্সের সামনে বল বাড়ান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের উদ্দেশে। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ইংলিশ এই ডিফেন্ডার প্রথম ছোঁয়ায় পাস দেন সাদিও মানেকে। সহজেই ফাঁকা জালে বল পাঠান সেনেগালের ফরোয়ার্ড।

কিন্তু দ্বিতীয়ার্ধের শেষে (৮৭তম মিনিট) সতীর্থের কর্নারে হেডে সমতা ফেরান দিয়েগো ইয়োরেন্তে। উল্লাসে মাতে স্বাগতিকরা।
৩২ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে লিডস।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

লিভারপুল জয় বঞ্চিত

প্রকাশিত : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রায় পুরো ম্যাচে আধিপত্য দেখানো লিভারপুল শেষদিকে গোল হমজ করে জয় বঞ্চিত রইল। ১-১ গোলে ড্র করেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

লিডসের মাঠে এদিন ৩১তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। দিয়েগো জোতা ডি-বক্সের সামনে বল বাড়ান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের উদ্দেশে। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ইংলিশ এই ডিফেন্ডার প্রথম ছোঁয়ায় পাস দেন সাদিও মানেকে। সহজেই ফাঁকা জালে বল পাঠান সেনেগালের ফরোয়ার্ড।

কিন্তু দ্বিতীয়ার্ধের শেষে (৮৭তম মিনিট) সতীর্থের কর্নারে হেডে সমতা ফেরান দিয়েগো ইয়োরেন্তে। উল্লাসে মাতে স্বাগতিকরা।
৩২ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে লিডস।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার