০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

পূজা হবে আগামীর সুপারস্টার

বাংলাদেশের পূজা চেরিকে নিয়ে কলকাতার সুপারহিট নির্মাতা রাজ চক্রবর্তী বলেন, পূজা অনেক সুইট একটা মেয়ে। ওর মধ্যে ভালো অভিনয় করার ক্ষমতা রয়েছে, সেটা বের করে আনতে হবে। যদিও পূজা একটু দুষ্টু হয়ে যাচ্ছে। তারপরেও ওকে ঠিক মত নির্দেশনা দিতে হবে। তাহলেই পূজা হবে আগামীর সুপারস্টার।

পূজা অভিনীত ‘নূর জাহান’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সোমবার সন্ধ্যায় রাজ চক্রবর্তী এমন মন্তব্য করেন।

দেব অভিনীত ‘চ্যালেঞ্জ’ ছবির এই পরিচালক বলেন, আজিজ ভাই যখন আমার কাছে পূজাকে পাঠালেন তখন আমি তার লুক টেস্ট নেই। এরপর আজিজ ভাইকে শুধু একটাই কথা বলি, পূজাকে আমার কাছে দিয়ে দেন।

পূজা-চেরি

 

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নূর জাহান’। তবে এই ছবিটি পরিচালনা নয়, ইন্ডিয়া থেকে একাংশের প্রযোজনা করেছে রাজ চক্রবর্তীর প্রডাকশন হাউজ। সেই হিসেবে রাজ চক্রবর্তী এ ছবির প্রযোজক।

১৬ ফেব্রুয়ারি কলকাতায় ৭০ এবং বাংলাদেশে ৩০ টির মত সিনেমা হলে ‘নূর জাহান’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে পূজার।

কলকাতার প্রথমসারির নির্মাতা রাজ চক্রবর্তী। পরিচালনায় আসার আগে তিনি থিয়েটার করতেন। তখন চরম আর্থিক সংকটে পড়েছিলেন। সেজন্য নিজেই টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেছিলেন। তারপর ১৭ টি টেলিভিশন প্রোগামসহ জি বাংলার মীরাক্কেল, সারেগামার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি বানিয়ে রাতারাতি তারকা নির্মাতা বনে যান।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

পূজা হবে আগামীর সুপারস্টার

প্রকাশিত : ০৩:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

বাংলাদেশের পূজা চেরিকে নিয়ে কলকাতার সুপারহিট নির্মাতা রাজ চক্রবর্তী বলেন, পূজা অনেক সুইট একটা মেয়ে। ওর মধ্যে ভালো অভিনয় করার ক্ষমতা রয়েছে, সেটা বের করে আনতে হবে। যদিও পূজা একটু দুষ্টু হয়ে যাচ্ছে। তারপরেও ওকে ঠিক মত নির্দেশনা দিতে হবে। তাহলেই পূজা হবে আগামীর সুপারস্টার।

পূজা অভিনীত ‘নূর জাহান’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সোমবার সন্ধ্যায় রাজ চক্রবর্তী এমন মন্তব্য করেন।

দেব অভিনীত ‘চ্যালেঞ্জ’ ছবির এই পরিচালক বলেন, আজিজ ভাই যখন আমার কাছে পূজাকে পাঠালেন তখন আমি তার লুক টেস্ট নেই। এরপর আজিজ ভাইকে শুধু একটাই কথা বলি, পূজাকে আমার কাছে দিয়ে দেন।

পূজা-চেরি

 

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নূর জাহান’। তবে এই ছবিটি পরিচালনা নয়, ইন্ডিয়া থেকে একাংশের প্রযোজনা করেছে রাজ চক্রবর্তীর প্রডাকশন হাউজ। সেই হিসেবে রাজ চক্রবর্তী এ ছবির প্রযোজক।

১৬ ফেব্রুয়ারি কলকাতায় ৭০ এবং বাংলাদেশে ৩০ টির মত সিনেমা হলে ‘নূর জাহান’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে পূজার।

কলকাতার প্রথমসারির নির্মাতা রাজ চক্রবর্তী। পরিচালনায় আসার আগে তিনি থিয়েটার করতেন। তখন চরম আর্থিক সংকটে পড়েছিলেন। সেজন্য নিজেই টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেছিলেন। তারপর ১৭ টি টেলিভিশন প্রোগামসহ জি বাংলার মীরাক্কেল, সারেগামার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি বানিয়ে রাতারাতি তারকা নির্মাতা বনে যান।