০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

অস্ট্রেলীয় মন্ত্রীর শেলফে বঙ্গবন্ধুর বই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
  • 161

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রে উইলিয়ামসের আমন্ত্রণে শাকিব খান তার কার্যালয়ে গিয়েছিলেন। এ সময় রে উইলিয়ামসের বুক শেলফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বই দেখে মুগ্ধ হন শাকিব খান।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শাকিব খানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান রে উইলিয়ামস। শাকিব খান এখন ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় রয়েছেন।

রে উইলিয়ামসের আতিথেয়তায় মুগ্ধ শাকিব খান জানান, উইলিয়ামসের রুমে বইয়ের শেলফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি বই দেখতে পান তিনি।

পরে আলাপের একপর্যায়ে শাকিব জানতে পারেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ব্যাপারে রে উইলিয়ামসের যথেষ্ট আগ্রহ রয়েছে।

শাকিব বলেন, ‘তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন।’

মধ্যাহ্নভোজের আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জামান, চিত্রনায়িকা শবনম বুবলি, পরিচালক আশিকুর রহমানসহ আরও অনেকে।

সুপার হিরো ছবির শুটিং চলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে। আশিকুর রহমান পরিচালিত অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। আসছে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। এরপরই শুটিংয়ের কাজে যাবেন ভারতে যাবেন। সেখান থেকে স্কটল্যান্ডে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

অস্ট্রেলীয় মন্ত্রীর শেলফে বঙ্গবন্ধুর বই

প্রকাশিত : ০৯:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রে উইলিয়ামসের আমন্ত্রণে শাকিব খান তার কার্যালয়ে গিয়েছিলেন। এ সময় রে উইলিয়ামসের বুক শেলফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বই দেখে মুগ্ধ হন শাকিব খান।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শাকিব খানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান রে উইলিয়ামস। শাকিব খান এখন ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় রয়েছেন।

রে উইলিয়ামসের আতিথেয়তায় মুগ্ধ শাকিব খান জানান, উইলিয়ামসের রুমে বইয়ের শেলফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি বই দেখতে পান তিনি।

পরে আলাপের একপর্যায়ে শাকিব জানতে পারেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ব্যাপারে রে উইলিয়ামসের যথেষ্ট আগ্রহ রয়েছে।

শাকিব বলেন, ‘তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন।’

মধ্যাহ্নভোজের আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জামান, চিত্রনায়িকা শবনম বুবলি, পরিচালক আশিকুর রহমানসহ আরও অনেকে।

সুপার হিরো ছবির শুটিং চলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে। আশিকুর রহমান পরিচালিত অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। আসছে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। এরপরই শুটিংয়ের কাজে যাবেন ভারতে যাবেন। সেখান থেকে স্কটল্যান্ডে।