রেললাইনে স্বল্পদৈর্ঘ্যের সিনেমার (শর্টফিল্ম) শুটিং করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শৈশব দলুই (২০) ও সুনীল তাঁতী (১৯) দুই অভিনেতার মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভারতের দমদম-বেলঘরিয়া স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় রেললাইনে বসে কাঁদছেন কলেজের এক শিক্ষার্থী। আর তাকে সান্ত্বনা দিচ্ছেন তার বন্ধু। শর্টফিল্মে এমনই দৃশ্যে অভিনয় করছিলেন ওই অভিনেতারা। আর তাদেরই আরেক এক বন্ধু সৌম্যদীপ সাঁতরা তা ক্যামেরাবন্দি করছিলেন।
শুটিং নিয়ে তারা এতোই ব্যস্ত ছিলেন যে, ট্রেনের হর্ন তারা শুনতেই পাননি। সেখানেই ট্রেন এসে ছিন্নভিন্ন করে দেয় শৈশব ও সুনীলকে। অন্যদিকে লাফ দিয়ে বেঁচে যান সৌম্যদীপ।
পুলিশের কাছে সৌম্যদীপ বলেন, একটি শর্টফিল্মের শুটিং করছিলাম আমরা। দুপুর সাড়ে ১২টার দিকে তিন নম্বর লাইনে আসে বজবজ-নৈহাটি লোকাল ট্রেনটি।
স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, একাধিকবার হর্ন দিয়েছিলেন ট্রেনচালক। কিন্তু শুটিংয়ে ব্যস্ত থাকায় তারা শুনতে পাননি।


























