বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে অংশ নেন চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীরা।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘যেকোনো ভালো কাজে উৎসাহ দেওয়া শিল্পী সমাজের দায়িত্বের মধ্যে পড়ে। ভালোবাসা দিবসে ভিন্নধর্মী কাজের মধ্য দিয়ে আমরা সবাই ভালো থাকতে চাই। শুধু আমার ক্যারিয়ার ভালো হলে তো হবে না, পরিবেশটাও ভালো রাখতে হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা সচেতনতামূলক কিছু কাজ করতে চাই। তারই অংশ হিসেবে এ ধরনের উদ্যেগ গ্রহণ করেছি। আমরা যে আমাদের কাজটিকে ভালোবাসি, প্রিয় আঙিনাকে ভালোবাসি, সেটাই তুলে ধরা হয়েছে এ উদ্যোগের মাধ্যমে।’

পরিচ্ছন্নতা অভিযানে ডিপজল, মিশা সওদাগর, রিয়াজ, পপি, জায়েদ খান চিত্রনায়ক রুবেলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


























