পুত্রবধূর পরকীয়া প্রেমের খবর জেনে যাওয়ায় শাশুড়িকে হত্যা করেছে পুত্রবধূর পরকীয়া প্রেমিক। হত্যা করে পালিয়ে যায় পরকীয়া প্রেমিক। এ ঘটনার পর থেকে পুত্রবধূও পলাতক রয়েছে।
বুধবার রাতে নওগাঁ জেলার রানীনগরের পারইল ইউনিয়নের বিষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা পারভীন (৬৫) গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে কয়েক বছর যাবৎ বিদেশে থাকেন। এ সুযোগে পুত্রবধূ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বুধবার মাঝরাতে পুত্রবধূর ঘরে অন্যের গলার শব্দ পেয়ে ফরিদা পারভীনের ঘুম ভেঙে যায়। পরে তিনি ঘরের দরজা খুলতে বলেন। এ সময় পুত্রবধূর প্রেমিক শাশুড়িকে হত্যা করে পালিয়ে যায়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।























