০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রথম শতরান পেয়েই কুককে বাটলারের খোঁচা

আইপিএলে নিজের প্রথম শতরান করেই আলোচনায় আসেন জস বাটলার। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৬৪ বলে ১২৪ রান করে আউট হয়ে যান। মেরেছেন ১১টি চার এবং ৮টি ছয়। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রানও করলেন তিনি। তারপরেই মজা করে কটাক্ষ করলেন অ্যালিস্টেয়ার কুককে।

এতদিন পর্যন্ত আইপিএল-এ তিন জনের শতরান ছিল। তাঁরা হলেন কেভিন পিটারসেন, বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো। এর আগে আইপিএল-এ বাটলারের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৯৫। তিন বছর আগে ২০১৮-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি এই রান করেছিলেন।

টি২০-তে জীবনের প্রথম শতরান পেয়ে খুশি বাটলার। বলেছেন, “জীবনের বেশিরভাগ সময় মাঝের দিকে ব্যাটিং করেছি। কিন্তু উপরের দিকে ব্যাটিং করলে বেশি বল খেলার সুযোগ থাকে। এতদিন অ্যালিস্টেয়ার কুক আমাকে বলত আমার থেকে ওর টি২০-তে একটা শতরান বেশি আছে। এ বার তাঁর উত্তর দিতে পারব।”

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম শতরান পেয়েই কুককে বাটলারের খোঁচা

প্রকাশিত : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

আইপিএলে নিজের প্রথম শতরান করেই আলোচনায় আসেন জস বাটলার। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৬৪ বলে ১২৪ রান করে আউট হয়ে যান। মেরেছেন ১১টি চার এবং ৮টি ছয়। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রানও করলেন তিনি। তারপরেই মজা করে কটাক্ষ করলেন অ্যালিস্টেয়ার কুককে।

এতদিন পর্যন্ত আইপিএল-এ তিন জনের শতরান ছিল। তাঁরা হলেন কেভিন পিটারসেন, বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো। এর আগে আইপিএল-এ বাটলারের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৯৫। তিন বছর আগে ২০১৮-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি এই রান করেছিলেন।

টি২০-তে জীবনের প্রথম শতরান পেয়ে খুশি বাটলার। বলেছেন, “জীবনের বেশিরভাগ সময় মাঝের দিকে ব্যাটিং করেছি। কিন্তু উপরের দিকে ব্যাটিং করলে বেশি বল খেলার সুযোগ থাকে। এতদিন অ্যালিস্টেয়ার কুক আমাকে বলত আমার থেকে ওর টি২০-তে একটা শতরান বেশি আছে। এ বার তাঁর উত্তর দিতে পারব।”

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার