দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অবশেষে পদত্যাগ করলেন। স্থানীয় সময় বুধবার বিকেলের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
পরে এক ভাষণে তিনি বলেছেন, ডিসেম্বরে সিরিল রামাফোসাকে পার্টি প্রেসিডেন্ট নির্বাচন করে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) যেভাবে তার আগাম বিদায়ের যে পথ তৈরি করেছে তার সঙ্গে একমত নন তিনি। তবুও দলের নির্দেশ মেনে নিচ্ছেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জুমা বেশ কিছু দিন ধরেই চাপের মুখে ছিলেন। ক্ষমতাসীন দল এএনসি বুধবারের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটার দেয়। অন্যথায় বৃহস্পতিবার পার্লামেন্টে তাকে আস্থা ভোটের মুখোমুখি করার হুমকি দেয়া হয়েছিল তাকে।
এর মধ্যে নিজের নয় বছরের শাসনামলের অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন ৭৫ বছর বয়সী জ্যাকব জুমা।
যদিও গুপ্ত পরিবার এবং জুমা উভয়ই সব ধরনের দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ী গুপ্ত পরিবারের সঙ্গে তার সম্পৃক্ততার কারণেই ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে জুমাকে পদত্যাগে বাধ্য করা হলো বলে জানিয়েছে বিবিসি।

























