০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

যাকাত দান

যাকাত দানে ধনী হবে
খোদার দয়াতে
আত্মশুদ্ধির আলো বৃদ্ধি পাবে
নিরব দানেতে।

লোক দেখানো লুঙ্গি-শাড়ি
বিলালে হবে পাপ
দ্বীন বিজয়ের স্বার্থ দানে
পাবে তুমি নাজাত।

আল্লাহ তোমার রিজিক দাতা
শুকর গুজার করো।
পাপ হতে বিরত থাকলে
সম্মান বাড়ে আরও।

তোমার যাকাত শুদ্ধ করো
আন্ধ দানেতে
স্বচ্ছলতা ফিরলে তিনি
দোয়া দিবেন তোমাকে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

যাকাত দান

প্রকাশিত : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

যাকাত দানে ধনী হবে
খোদার দয়াতে
আত্মশুদ্ধির আলো বৃদ্ধি পাবে
নিরব দানেতে।

লোক দেখানো লুঙ্গি-শাড়ি
বিলালে হবে পাপ
দ্বীন বিজয়ের স্বার্থ দানে
পাবে তুমি নাজাত।

আল্লাহ তোমার রিজিক দাতা
শুকর গুজার করো।
পাপ হতে বিরত থাকলে
সম্মান বাড়ে আরও।

তোমার যাকাত শুদ্ধ করো
আন্ধ দানেতে
স্বচ্ছলতা ফিরলে তিনি
দোয়া দিবেন তোমাকে।