দেশে টিকা উৎপাদনের জন্য এখনও কাউকে অনুমোদন দেওয়া হয়নি। ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার খবরে বলা হয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনা সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। প্রকৃতপক্ষে টিকা উৎপাদনের অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ করা হয়। প্রসঙ্গত, আজ বেশ কিছু গণমাধ্যমে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের বরাতে বলা হয়, দেশে চীনের সিনোফার্ম টিকা উৎপাদনের জন্য দেশীয় কোম্পানি ইনসেপটাকে অনুমোদন দেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















