চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার সাহেরখালী এলাকার জাহেদুল ইসলাম ও ফরহাদ হোসেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় মীরসরাই উপজেলার মিঠাছড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।























