সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটাই বাংলাদেশের শেষ সুযোগ। পাহাড়ের কোলে নয়নাভিরাম এই মাঠে আবার এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। এই মাঠে নিজেদের ‘অভিষেক’টা জয়ে রাঙানোর হাতছানি বাংলাদেশের সামনে। হতাশার সিরিজের শেষটাও ভালো করার সুযোগ।
রোববার বিকেল পাঁচটায় খেলা শুরু হবে। শেষ ম্যাচটা জিতলে হয়তো সব ভালো হয়ে যাবে না। তবে সান্ত্বনার একটা জয় তো অন্তত পাওয়া যাবে। শেষটা রঙিন হবে বাংলাদেশের?
মাহমুদউল্লাহ অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী। ম্যাচের আগের দিন অধিনায়ক বলেছেন, ‘টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজে আমরা আশাবাদী ছিলাম, তবে আশানুরূপ ফল পাইনি। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করেছে, কিন্তু বোলাররা ভালো করতে পারেনি। কিন্তু এখনো একটা ম্যাচ আছে, আমরা সেটার জন্য খেলব। চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি।’
শ্রীলঙ্কা চায় ২-০ করতে, আর বাংলাদেশ শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করার আশায়। কার চাওয়া পূর্ণ হয়, সেটাই এখন দেখার।




















