০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

প্রতি ডোজ ৮৫০ টাকা

চীনের সিনোফার্ম থেকে প্রতি ডোজ ৮৫০ টাকায় দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার। প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কেনা হবে। যা ১ ডলারের বিপরীতে ৮৫.০৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় পড়বে ৮৫০ টাকা।

তিনি বলেন, ‘জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।’

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে এতদিন টিকাদান চালিয়ে আসছিল বাংলাদেশ। সব খরচ মিলিয়ে ওই টিকার দাম পড়ে ৫ ডলার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

ট্যাগ :
জনপ্রিয়

প্রতি ডোজ ৮৫০ টাকা

প্রকাশিত : ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

চীনের সিনোফার্ম থেকে প্রতি ডোজ ৮৫০ টাকায় দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার। প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কেনা হবে। যা ১ ডলারের বিপরীতে ৮৫.০৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় পড়বে ৮৫০ টাকা।

তিনি বলেন, ‘জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।’

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে এতদিন টিকাদান চালিয়ে আসছিল বাংলাদেশ। সব খরচ মিলিয়ে ওই টিকার দাম পড়ে ৫ ডলার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ