০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

বার্সা বিশ্বের সেরা দল: আগুয়েরো

ম্যানচেস্টার সিটি ছেড়ে এবার বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করলেন সার্জিও আগুয়েরো। এরপরই বার্সাকে বিশ্বসেরা বললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

ম্যানসিটির সঙ্গে পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ, ছয়টি লিগ কাপ ও একটি এফএ কাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে বার্সায় পা রাখলেন আগুয়েরো। যদিও শেষটা হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির কাছে হারের হতাশা নিয়ে। কিন্তু নতুন অধ্যায় শুরু করতে যাওয়ার আগে রোমাঞ্চিত ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আগুয়েরো বললেন, ‘বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং আমরা সবাই তা জানি। এখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল দারুণ এবং দলকে দারুণ সব অর্জনে সহায়তা করতে চাই। এটা আরেকটি পদক্ষেপ এবং আমি খুব খুশি। আশা করি ক্লাবে অনেক অবদান রাখতে পারবো।’

এই মৌসুমে কেবল কোপা দেল রে জিতেছে বার্সা। লা লিগা শেষ করেছে তৃতীয় হয়ে। চ্যাম্পিয়নস লিগেও তাদের পথচলা থেমেছে শেষ ষোলোতে। আগুয়েরোর আশা, সামনের মৌসুম শেষে গুরুত্বপূর্ণ ট্রফির স্বাদ পাবেন তিনি দলকে নিয়ে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

সাত জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

বার্সা বিশ্বের সেরা দল: আগুয়েরো

প্রকাশিত : ১২:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

ম্যানচেস্টার সিটি ছেড়ে এবার বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করলেন সার্জিও আগুয়েরো। এরপরই বার্সাকে বিশ্বসেরা বললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

ম্যানসিটির সঙ্গে পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ, ছয়টি লিগ কাপ ও একটি এফএ কাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে বার্সায় পা রাখলেন আগুয়েরো। যদিও শেষটা হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির কাছে হারের হতাশা নিয়ে। কিন্তু নতুন অধ্যায় শুরু করতে যাওয়ার আগে রোমাঞ্চিত ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আগুয়েরো বললেন, ‘বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং আমরা সবাই তা জানি। এখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল দারুণ এবং দলকে দারুণ সব অর্জনে সহায়তা করতে চাই। এটা আরেকটি পদক্ষেপ এবং আমি খুব খুশি। আশা করি ক্লাবে অনেক অবদান রাখতে পারবো।’

এই মৌসুমে কেবল কোপা দেল রে জিতেছে বার্সা। লা লিগা শেষ করেছে তৃতীয় হয়ে। চ্যাম্পিয়নস লিগেও তাদের পথচলা থেমেছে শেষ ষোলোতে। আগুয়েরোর আশা, সামনের মৌসুম শেষে গুরুত্বপূর্ণ ট্রফির স্বাদ পাবেন তিনি দলকে নিয়ে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার