০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

দর্শকের মাঝে সাড়া ফেলেছে ‘মরীচিকা’র ট্রেলার

ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। সিরিজটি আগামী ঈদুল আজহা সামনে রেখে চরকির উদ্বোধনী দিনে মুক্তি পেতে পারে।

থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জোভান, চুমকী, শিমুল খান, আবদুল্লাহ রানা প্রমুখ।

ট্রেলার প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছে ‘মরীচিকা’। নির্মাতা শিহাব শাহীন জানান, দর্শক ট্রেলারে পুরো সিরিজের একটা ঝলক দেখতে পেয়েছেন মাত্র। পুরো সিরিজে তাদের জন্য অনেক অনেক থ্রিল, ড্রামা আর সাসপেন্স অপেক্ষা করছে।
চরকির অরিজিনাল এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয় গত বছরের শেষ দিকে। গত বুধবার সন্ধ্যায় চরকির ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ করা হয়।

blob:https://www.facebook.com/fc0eaed2-6c4d-4417-88e6-92b2ab08a4d3

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

দর্শকের মাঝে সাড়া ফেলেছে ‘মরীচিকা’র ট্রেলার

প্রকাশিত : ১২:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। সিরিজটি আগামী ঈদুল আজহা সামনে রেখে চরকির উদ্বোধনী দিনে মুক্তি পেতে পারে।

থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জোভান, চুমকী, শিমুল খান, আবদুল্লাহ রানা প্রমুখ।

ট্রেলার প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছে ‘মরীচিকা’। নির্মাতা শিহাব শাহীন জানান, দর্শক ট্রেলারে পুরো সিরিজের একটা ঝলক দেখতে পেয়েছেন মাত্র। পুরো সিরিজে তাদের জন্য অনেক অনেক থ্রিল, ড্রামা আর সাসপেন্স অপেক্ষা করছে।
চরকির অরিজিনাল এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয় গত বছরের শেষ দিকে। গত বুধবার সন্ধ্যায় চরকির ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ করা হয়।

blob:https://www.facebook.com/fc0eaed2-6c4d-4417-88e6-92b2ab08a4d3

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার