০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

‌সিরিয়া ও ইরাকে আমাদের সামরিক ঘাঁটি নেই’

সিরিয়া ও ইরাকে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।

তিনি বলেন, “আমরা এখন মধ্যপ্রাচ্যে দায়েশ বা আইএসের পরাজয়ের বিষয়টি নিয়ে কথা বলতে পারি। দায়েশের হাত থেকে ইরাক ও সিরিয়ার অঞ্চলগুলো মুক্ত করা হয়েছে। তবে দায়েশের হুমকি এখনও আছে।” তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইয়েমেন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সামরিক উপায়ে বিজয় অর্জন করতে পারবে ভেবেই সৌদি আরব ইয়েমেনে হামলা চালিয়েছিল। কিন্তু সেখানে গত চার বছরের ঘটনাবলী থেকে প্রমাণিত হয়েছে, সামরিক উপায়ে সমস্যার সমাধান সম্ভব নয়, গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

‌সিরিয়া ও ইরাকে আমাদের সামরিক ঘাঁটি নেই’

প্রকাশিত : ১০:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮

সিরিয়া ও ইরাকে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।

তিনি বলেন, “আমরা এখন মধ্যপ্রাচ্যে দায়েশ বা আইএসের পরাজয়ের বিষয়টি নিয়ে কথা বলতে পারি। দায়েশের হাত থেকে ইরাক ও সিরিয়ার অঞ্চলগুলো মুক্ত করা হয়েছে। তবে দায়েশের হুমকি এখনও আছে।” তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইয়েমেন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সামরিক উপায়ে বিজয় অর্জন করতে পারবে ভেবেই সৌদি আরব ইয়েমেনে হামলা চালিয়েছিল। কিন্তু সেখানে গত চার বছরের ঘটনাবলী থেকে প্রমাণিত হয়েছে, সামরিক উপায়ে সমস্যার সমাধান সম্ভব নয়, গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।