জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের বই ‘কে খোঁজে কে বোঝে’ প্রকাশ হয়েছে অমর একুশে বইমেলায়। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নির্মাণ ও অন্যান্য কাজের ফাঁকে নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত হানিফ সংকেত। নতুন বইটি তেমনই একটি প্রয়াস।
বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
বরাবরই সামাজিক-রাজনৈতিক নানা অসঙ্গতি ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন হানিফ সংকেত। ‘কে খোঁজে কে বোঝে’ও তার ব্যতিক্রম নয়।
তিনি গণমাধ্যমকে জানান, লেখালেখির অভ্যাস বেশ পুরনো। একসময় ‘পূর্বদেশ’-এর চাঁদের হাট, কিশোর বাংলা, ‘ইত্তেফাক’-এর কচিকাঁচার মেলায় বেশ বিচরণ ছিল। এখন আগের মতো তেমন সময় পান না। তবে কলাম লেখার চেষ্টা করেন।
তিনি জানান, চলমান জীবনের নানা অসঙ্গতি ও সমসাময়িক বিষয়কে উপজীব্য করেই লিখতে চেষ্টা করেছেন ‘কে খোঁজে কে বোঝে’। চেষ্টা করেছেন পাঠকদের সচেতন করতে।
‘কে খোঁজে কে বোঝে’ মূলত এক গুচ্ছ লেখার সংকলন। লেখাগুলো ২০১৭ সালের বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রকাশ হয়েছে।
হানিফ সংকেতের প্রকাশিত বইয়ের সংখ্যা ত্রিশের বেশি।


























