এয়ারফোন কানে দিয়ে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে ছয় কিশোর নিহত মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো এক কিশোর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রবিবার রাতে ভারতের উত্তর প্রদেশের হাপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাটা পড়ার সময় ওই কিশোররা কানে হেডফোনে লাগিয়ে গান শুনতে শুনতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিল।
১৪ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোররা দিনমজুর হিসেবে কাজ করত। হায়দরাবাদ যাওয়ার উদ্দেশে তারা ট্রেন ধরতে গিয়েছিল। কিন্তু ট্রেন মিস করার পর ফিরে আসার পথে তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তহাদের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা রেলপথ অবরোধ করেন। তাদের অভিযোগ ওই এলাকাটিতে রাতে চলাচলের জন্য পর্যাপ্ত আলো থাকে না এবং শর্টকাট হিসেবে ওই এলাকাটি প্রতিনিয়ত মানুষ ব্যবহার করেন।

























