রাজধানীতে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুজ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিন বিভিন্ন সরকারি, সায়ত্ত্বশাসিত এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। ঈদের পর তিন দিনে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঈদের আগের সপ্তাহে ভর্তি হয়েছিলেন ৪০ জন।
গেল বছর সেভাবে ডেঙ্গুর প্রকোপ না বাড়লেও চলতি বছর ব্যাপকভাবে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে। শুক্রবার একদিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের সংখ্যা।
শনিবার (২৪ জুলাই) মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের চারটি ইউনিটের মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। চার ইউনিট মিলে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
ডেঙ্গু আক্রান্ত জহির উদ্দিন বলেন, ‘ঈদের আগে থেকে আমার জ্বর ছিল। এরপর পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। ঈদের দিন আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আগের তুলনায় শরীর অনেকটা ভালো লাগছে।’
মিটফোর্ড হাসপাতালের সুপারভাইজারদের ইনচার্জ মারচি সুরভী বলেন, ‘ঈদের পর তিন দিনে ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের আগের সপ্তাহে ৪০ জন ভর্তি হয়েছিলেন। চলতি সপ্তাহে ভর্তির হার গত সপ্তাহের তুলনায় অনেক বেশি।’




















