১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দেড় শতাধিক আলেম নিয়ে কক্সবাজারে দোয়া মাহফিল

শোকের মাস আগস্ট উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী রবিবার থেকে শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় শোকের মাসের প্রথম প্রথম দিন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। রবিবার দিনব্যাপি এসব অনুষ্ঠান হয় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে। এতে শহরের সবগুলো মসজিদের প্রায় দেড় শতাধিক খতিব এবং ইমাম অংশ নেন। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করার পর থেকেই এসব কর্মসুচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব:) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, অ্যাডভোকেট তাপস রক্ষিত ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কালো ব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

দেড় শতাধিক আলেম নিয়ে কক্সবাজারে দোয়া মাহফিল

প্রকাশিত : ০৮:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

শোকের মাস আগস্ট উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী রবিবার থেকে শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় শোকের মাসের প্রথম প্রথম দিন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। রবিবার দিনব্যাপি এসব অনুষ্ঠান হয় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে। এতে শহরের সবগুলো মসজিদের প্রায় দেড় শতাধিক খতিব এবং ইমাম অংশ নেন। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করার পর থেকেই এসব কর্মসুচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব:) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, অ্যাডভোকেট তাপস রক্ষিত ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কালো ব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর