ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত ও ১৪ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ৮ জন নারী ও ২২ জন পুরুষ। এর আগে গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছিল।
নতুন করে করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), আবদুল সালাম (৮০), ভালুকার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের সাদেক (৪৯), পুষ্পা (৩০), পুর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), মদনের মাহবুব (৬৫), টাঙ্গাইলের আব্দুল সামাদ (৬৫), সখিপুরের সানোয়ার হোসাইন (৮৫), জামালপুর সদরের আবদুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), ফুলপুরের মুজিবুর রহমান (৬৫), তারাকান্দার হোসেন আলী (৬৫), নূরজাহান (৫৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নেত্রকোনা পুর্বধলার সালেমা বেগম (৫৮), মদনের আছিয়া বেগম (৭৫), দুর্গাপুরের আব্দুর রশীদ (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), সরিষাবাড়ির মহেজা বেগম (৬৫), সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০), শেরপুর সদরের ফিরুজা (৬৫)।
হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন শুক্রবার সকাল সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২৩ জন।
এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এ সময়ের মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় ৪৩৬ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৩০ জন।
জেলা সিভিল ডা. সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















