মেসির বার্সেলোনা ছাড়াটা এখন গোটা ফুটবলবিশ্বের আলোচ্য বিষয়। বার্সার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্ক অবসান হয়ে গেছে। মেসির এই বিদায়ের জন্য ফরাসী তারকা আঁতোয়ান গ্রিজম্যানকে দায়ী করছে বার্সা সমর্থকদের একাংশ। এজন্য গ্রিজম্যানকে লাঞ্ছিত করেছে তারা।
বার্সার সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তমেউ বেশ কিছু খেলোয়াড়কে আকাশচুম্বী বেতনে বার্সায় এনেছিলেন। এদের মধ্যে গ্রিজম্যানও একজন। মেসির এই বিদায়ের জন্য বার্সা ও মেসির ভক্তরা তাই গ্রিজম্যানকেও দায়ী করছেন। এই জন্য শুক্রবার হোয়ান গাম্পার স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢোকার মুহূর্তে মেসিভক্তদের লাঞ্ছনার শিকার হয়েছেন গ্রিজম্যান।
গাড়ি নিয়ে স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছার সঙ্গে সঙ্গে গ্রিজম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সমর্থকরা। মেসির বিদায়ের জন্য গ্রিজম্যানকে দায়ী করে সমর্থকরা বলতে থাকে, ‘তোমার কারণেই মেসি চলে গেছে।’
মূলত মেসি-বার্সা চুক্তিটি স্বাক্ষর হয়নি স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের এক নিয়মের কারণে। সেই নিয়ম
অনুযায়ী প্রতিটি ক্লাবকে আয়ের সঙ্গে সংগতি রেখে তাদের ফুটবলারদের বেতন দিতে হবে। কাউকে আকাশছোঁয়া পারিশ্রমিক দেওয়া যাবে না। মেসি অর্ধেক বেতনে খেলতে রাজি হলেও এই নিয়মের কারণে বার্সার পক্ষে তাকে চুক্তিবদ্ধ করানো সম্ভব হয়নি।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার