০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বিজিবি’র অভিযানে ১৪৮৫ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহীর বাঘা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এই মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়।

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদক দ্রব্যগুলো ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

বিজিবি’র অভিযানে ১৪৮৫ বোতল ফেনসিডিল জব্দ

প্রকাশিত : ০১:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

রাজশাহীর বাঘা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এই মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়।

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদক দ্রব্যগুলো ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার