০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

‘গুণজান বিবির পালা’র অষ্টম মঞ্চায়ন শুক্রবার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • 148

পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুণজান বিবির পালা’ অষ্টমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে। ১৬ মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।

পদাতিক নাট্য সংসদের প্রচার ও গণ-যোগাযোগ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন শিমুল প্রিয়.কমকে বলেন, ‘এর আগে শুক্রবার মঞ্চস্থ হওয়ায় মোটামুটি অনেক দর্শকের উপস্থিতি ছিল। ভারত থেকেও বেশ কয়েকজন দর্শক এসেছিলেন এবং তারা নাটকটি দেখে খুবই সন্তুষ্ট হয়েছেন।’

তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার এটি মঞ্চস্থ করা হচ্ছে বলে জানান তিনি। শিমুল বলেন, ‘দেশের পাশাপাশি নাটকটি গত ১৭ জানুয়ারি ভারতের নদিয়া জেলার চাকদাহতে ‘চাকদাহ নাট্যজন’-এর আয়োজনে নাট্যমেলায় মঞ্চায়ন হয়।’

এ নাটকটির রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন—সায়িক সিদ্দিকী। মঞ্চ নিয়ে কাজ করেছেন সঞ্জীব কুমার দে, আলো নিয়ে অতিকুল ইসলাম জয়। পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি করেছেন সাঈদা শামছি আরা, সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান, প্রযোজনা অধিকর্তা ছিলেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, মো. ইমরান খাঁন, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জয়, পৃথা, আকাশ,জীবন, রাশেদ, শারমিন।

নাটকে অনেকটা অংশ ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছে পদাতিক নাট্য সংসদ।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

‘গুণজান বিবির পালা’র অষ্টম মঞ্চায়ন শুক্রবার

প্রকাশিত : ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮

পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুণজান বিবির পালা’ অষ্টমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে। ১৬ মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।

পদাতিক নাট্য সংসদের প্রচার ও গণ-যোগাযোগ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন শিমুল প্রিয়.কমকে বলেন, ‘এর আগে শুক্রবার মঞ্চস্থ হওয়ায় মোটামুটি অনেক দর্শকের উপস্থিতি ছিল। ভারত থেকেও বেশ কয়েকজন দর্শক এসেছিলেন এবং তারা নাটকটি দেখে খুবই সন্তুষ্ট হয়েছেন।’

তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার এটি মঞ্চস্থ করা হচ্ছে বলে জানান তিনি। শিমুল বলেন, ‘দেশের পাশাপাশি নাটকটি গত ১৭ জানুয়ারি ভারতের নদিয়া জেলার চাকদাহতে ‘চাকদাহ নাট্যজন’-এর আয়োজনে নাট্যমেলায় মঞ্চায়ন হয়।’

এ নাটকটির রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন—সায়িক সিদ্দিকী। মঞ্চ নিয়ে কাজ করেছেন সঞ্জীব কুমার দে, আলো নিয়ে অতিকুল ইসলাম জয়। পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি করেছেন সাঈদা শামছি আরা, সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান, প্রযোজনা অধিকর্তা ছিলেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, মো. ইমরান খাঁন, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জয়, পৃথা, আকাশ,জীবন, রাশেদ, শারমিন।

নাটকে অনেকটা অংশ ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছে পদাতিক নাট্য সংসদ।