জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে ব্যাট-প্যাড উঠিয়ে রাখবেন তিনি। অবসরের সিদ্ধান্ত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন টেইলরই।
৩৪ বছর বয়সি এ উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি— আগামীকাল (সোমবার) প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ। উত্থান-পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথ চলেছি, যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। আমি কতই না ভাগ্যবান যে, এত দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ছিলাম। ২০০৪ সালে অভিষেকের পর থেকে সবসময় আমার লক্ষ্য ছিল দলকে সেরা অবস্থানে রেখে যাওয়া। আশা করি, আমি তা করতে পেরেছি।’
টেইলর আরও লেখেন— ‘আমি খুবই খুশি যে, সারাবিশ্ব থেকে সবসময় সৌহার্দপূর্ণ ব্যবহার পেয়েছি। আপনারা সর্বদা আমার পাশে ছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেটকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে, তারা আমাকে এমন অর্জনের জন্য সুযোগ করে দিয়েছেন। আশা করি, আমার জন্য কিছুটা হলেও দেশ গর্বিত।’
জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন টেইলর। জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার থেকে ১১০ রান কম তার।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























