০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

রানির ছবিতে মুগ্ধ করণ জোহর

মা হবার পর ফের বলিউডে ফিরছেন রানি মুখোপাধ্যায়। সৌজন্যে হিচকি ছবি। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৩ তারিখ। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই সিনেমাটি দেখে ফেলেছেন রানির ঘনিষ্ঠ বন্ধু তথা বলিউডে প্রযোজক-পরিচালক করণ জোহর। সিনেমাটি দেখে মুগ্ধ করণ, সোশ্যাল মিডিয়ায় তার রিভিউ পোস্ট করেছেন।

করণ লিখেছেন, ”সিনেমাটি দেখে বেশ ভালো একটা অনুভূতি হবে। এটা ভীষণই একটা অনুভূতিপ্রবণ সিনেমা। এখানে একটা ব্যধিকে শক্তি হিসাবে তুলে ধরা হয়েছে। আর রানি তো অসাধারণ। এটা দেখলে ফের একবার রানির অভিনয় দক্ষতা সম্পর্কে আপনাকে অবগত করবে।”

পরে আরও একটি টুইটে করণ লেখেন, ”হিচকি আপনাকে স্কুলের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাবে। আপানাকে একটা সুন্দর শিক্ষা দেবে। পরিচালক হিসাবে সিদ্ধার্থ পি মালহোত্রা ভীষণ সুন্দরভাবেই সিনেমা পরিচালনা করেছেন। অবশ্যই দেখুন।”

রানির আগামী ছবি ‘হিচকি’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ রয়েছেই। করণের এই টুইট দেখে ‘হিচকি’ দেখার আগ্রহ যে আরোও বাড়বে তা বলাই বাহুল্য। তবে শুধু করণই নয়, ‘হিচকি’র প্রিমিয়ারে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অনেকই।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

রানির ছবিতে মুগ্ধ করণ জোহর

প্রকাশিত : ০৯:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

মা হবার পর ফের বলিউডে ফিরছেন রানি মুখোপাধ্যায়। সৌজন্যে হিচকি ছবি। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৩ তারিখ। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই সিনেমাটি দেখে ফেলেছেন রানির ঘনিষ্ঠ বন্ধু তথা বলিউডে প্রযোজক-পরিচালক করণ জোহর। সিনেমাটি দেখে মুগ্ধ করণ, সোশ্যাল মিডিয়ায় তার রিভিউ পোস্ট করেছেন।

করণ লিখেছেন, ”সিনেমাটি দেখে বেশ ভালো একটা অনুভূতি হবে। এটা ভীষণই একটা অনুভূতিপ্রবণ সিনেমা। এখানে একটা ব্যধিকে শক্তি হিসাবে তুলে ধরা হয়েছে। আর রানি তো অসাধারণ। এটা দেখলে ফের একবার রানির অভিনয় দক্ষতা সম্পর্কে আপনাকে অবগত করবে।”

পরে আরও একটি টুইটে করণ লেখেন, ”হিচকি আপনাকে স্কুলের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাবে। আপানাকে একটা সুন্দর শিক্ষা দেবে। পরিচালক হিসাবে সিদ্ধার্থ পি মালহোত্রা ভীষণ সুন্দরভাবেই সিনেমা পরিচালনা করেছেন। অবশ্যই দেখুন।”

রানির আগামী ছবি ‘হিচকি’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ রয়েছেই। করণের এই টুইট দেখে ‘হিচকি’ দেখার আগ্রহ যে আরোও বাড়বে তা বলাই বাহুল্য। তবে শুধু করণই নয়, ‘হিচকি’র প্রিমিয়ারে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অনেকই।