০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আজ মাঠে নামছে সাকিবের কলকাতা

করোনার কারণে চার মাসের বিরতি শেষে গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের অবশিষ্ট অংশের খেলা। আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা।

মাঠে নামার আগে অনুশীলনের সময় সাকিব বলেন, ‘কয়েক দিন পরই (আজ) প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’

ব্যাঙ্গালোরের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। প্রথম অংশের সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩৮ রানের সঙ্গে নিয়েছেন মাত্র ২ উইকেট। ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম লিগের ম্যাচে ২৬ রান করে বল হাতে উইকেট শূন্য ছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

আজ মাঠে নামছে সাকিবের কলকাতা

প্রকাশিত : ১২:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

করোনার কারণে চার মাসের বিরতি শেষে গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের অবশিষ্ট অংশের খেলা। আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা।

মাঠে নামার আগে অনুশীলনের সময় সাকিব বলেন, ‘কয়েক দিন পরই (আজ) প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’

ব্যাঙ্গালোরের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। প্রথম অংশের সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩৮ রানের সঙ্গে নিয়েছেন মাত্র ২ উইকেট। ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম লিগের ম্যাচে ২৬ রান করে বল হাতে উইকেট শূন্য ছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার