১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঘরের মাঠে রিয়ালের হোঁচট

লিগের শীর্ষস্থান হারানোর কোনো ভয় নেই। তাই শনিবার রাতের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রাইটব্যাক দানি কারভাহালের চোটের কারণে লুকাস ভাসকেজকে না নামিয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে রাইটব্যাক হিসেবে সুযোগ দেন আনচেলত্তি। তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ হতে বেশি সময় লাগেনি। গোলের উদ্দেশে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আসেনসিও ওপরে উঠলেই মাঝমাঠে শূন্যতার সৃষ্টি হতো বারংবার।

আর তাই খেসারত দিতে হলো রিয়াল মাদ্রিদকে। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়লেন স্প্যানিশ জায়ান্টরা।

এমন ফলের জন্য মাদ্রিদ শিবিরের ফিনিশিংয়ের দুর্বলতাকে দায়ী করা হবে নিশ্চিত।

পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৪টি শট নিলেও তার একটি মাত্র ছিল লক্ষ্যে। তার তুলনায় ভিয়ারিয়াল মাত্র ছয়টি শট নিলেও তার অধিকাংশই রিয়াল শিবিরে কাঁপন ধরিয়েছে, দুটি ছিল লক্ষ্যে। যদিও গোল পায়নি তারাও।

সান্তিয়াগো বার্নাবাউয়ে শনিবার ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলা ভিয়ারিয়াল পাঁচ মিনিটের মধ্যে ভালো দুটি আক্রমণ করে।

১৩তম মিনিটে দারুণ এক আক্রমণে গোল পেতে পারতেন আর্নোট ডানজুমা। ডাচ উইঙ্গারের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২১তম মিনিটে পাকো আলকাসেরের শটও ঝাঁপিয়ে ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। পক্ষান্তরে প্রথমার্ধে রিয়ালের পক্ষে তেমন কোনো জোরালো শটের দেখা মেলেনি। বিরতির আগে তারা সাতটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষকে ভাবায়নি।

গোলশূন্যাবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এদের মিলিতাও। বাঁদিক থেকে লুকা মদ্রিচের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন করিম বেনজেমাও।

৫৪তম মিনিটে ডানজুমার আরেকটি শট রুখে দেন কোর্তোয়া। গোল পেতে মরিয়া রিয়াল শেষ দিকে ভিয়ারিয়ালের ওপর চাপ বাড়ায়। কয়েকটি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে ব্যর্থতায় বল জালে জড়াতে পারেনি।

রেফারির শেষ বাঁশিতে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বিল্ডিং এ ডিজাবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঘরের মাঠে রিয়ালের হোঁচট

প্রকাশিত : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

লিগের শীর্ষস্থান হারানোর কোনো ভয় নেই। তাই শনিবার রাতের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রাইটব্যাক দানি কারভাহালের চোটের কারণে লুকাস ভাসকেজকে না নামিয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে রাইটব্যাক হিসেবে সুযোগ দেন আনচেলত্তি। তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ হতে বেশি সময় লাগেনি। গোলের উদ্দেশে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আসেনসিও ওপরে উঠলেই মাঝমাঠে শূন্যতার সৃষ্টি হতো বারংবার।

আর তাই খেসারত দিতে হলো রিয়াল মাদ্রিদকে। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়লেন স্প্যানিশ জায়ান্টরা।

এমন ফলের জন্য মাদ্রিদ শিবিরের ফিনিশিংয়ের দুর্বলতাকে দায়ী করা হবে নিশ্চিত।

পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৪টি শট নিলেও তার একটি মাত্র ছিল লক্ষ্যে। তার তুলনায় ভিয়ারিয়াল মাত্র ছয়টি শট নিলেও তার অধিকাংশই রিয়াল শিবিরে কাঁপন ধরিয়েছে, দুটি ছিল লক্ষ্যে। যদিও গোল পায়নি তারাও।

সান্তিয়াগো বার্নাবাউয়ে শনিবার ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলা ভিয়ারিয়াল পাঁচ মিনিটের মধ্যে ভালো দুটি আক্রমণ করে।

১৩তম মিনিটে দারুণ এক আক্রমণে গোল পেতে পারতেন আর্নোট ডানজুমা। ডাচ উইঙ্গারের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২১তম মিনিটে পাকো আলকাসেরের শটও ঝাঁপিয়ে ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। পক্ষান্তরে প্রথমার্ধে রিয়ালের পক্ষে তেমন কোনো জোরালো শটের দেখা মেলেনি। বিরতির আগে তারা সাতটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষকে ভাবায়নি।

গোলশূন্যাবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এদের মিলিতাও। বাঁদিক থেকে লুকা মদ্রিচের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন করিম বেনজেমাও।

৫৪তম মিনিটে ডানজুমার আরেকটি শট রুখে দেন কোর্তোয়া। গোল পেতে মরিয়া রিয়াল শেষ দিকে ভিয়ারিয়ালের ওপর চাপ বাড়ায়। কয়েকটি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে ব্যর্থতায় বল জালে জড়াতে পারেনি।

রেফারির শেষ বাঁশিতে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার