০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নামমাত্র উত্থান শেয়ারবাজারে

নামমাত্র উত্থান হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। রবিবার (১৮ মার্চ) টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৭২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১৩৫০ ও ২২১২০ পয়েন্টে। অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৭ হাজার ৬৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ০.৩৮, সিএসই-৩০ সূচক ০.৩১, সিএসসিএক্স ৫ ও সিএসআই ০.১৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১৩৩৩, ১৬১৬৫, ১০৬৬৭ ও ১১৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির এবং সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

আজ ডিএসইতে ২৭১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি টাকা। অপরদিকে সিএসইতে আজ লেনদেন হয়েছে ২০ কোটি ৭০ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৮ লাখ টাকা বেশি।

ট্যাগ :
জনপ্রিয়

শীত-কুয়াশা কদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

নামমাত্র উত্থান শেয়ারবাজারে

প্রকাশিত : ০৩:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮

নামমাত্র উত্থান হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। রবিবার (১৮ মার্চ) টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৭২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১৩৫০ ও ২২১২০ পয়েন্টে। অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৭ হাজার ৬৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ০.৩৮, সিএসই-৩০ সূচক ০.৩১, সিএসসিএক্স ৫ ও সিএসআই ০.১৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১৩৩৩, ১৬১৬৫, ১০৬৬৭ ও ১১৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির এবং সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

আজ ডিএসইতে ২৭১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি টাকা। অপরদিকে সিএসইতে আজ লেনদেন হয়েছে ২০ কোটি ৭০ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৮ লাখ টাকা বেশি।