০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এবার স্পেন দলে বার্সেলোনার গাভি

উয়েফা নেশন্স লিগকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। ইউরোর মতো এবারও রিয়াল মাদ্রিদের কাউকে দলে রাখেনি দেশটির কোচ লুইস এনরিকে। তবে বার্সেলোনার হয়ে মাত্র দুই ম্যাচ খেলা গাভিকে দলে ডেকেছেন স্পেন কোচ।

লিওনেল মেসি- গ্রিজম্যানদের হারিয়ে বার্সা এখন তারণ্য-নির্ভর এক দল। আনসু ফাতি, পেড্রি রদ্রিগেজদের পাশাপাশি দলটিতে রয়েছেন পাবলো মার্টিন পায়েজ গাভির মতো প্রভিবানরা। ফাতি-পেড্রির পর ১৭ বছর বয়সী গাভিও এবার জাতীয় দলে।

দলের তরুণ তারকা জাতীয় দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কাতালান ক্লাবটি। ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে গাভিকে অভিনন্দনও জানিয়েছে তারা।

একনজরে স্পেন স্কোয়াড

গোলরক্ষক:

উনাই সিমন, দেভিদ দে হেয়া, রবের্ত সানচেস।

ডিফেন্ডার: সেসার অ্যাসপিলিকুয়েতা, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাও তরেস, এমেরিক লাপোর্তে, ইনিগো মার্তিনেস, সের্হিও রেগুলিয়ন, মার্কোস আলোনসো।

মিডফিল্ডার:সের্হিও বুসকেতস, রদ্রি হের্নান্দেস, পেদ্রি, মিকেল মেরিনো, কোকে, গাভি, মার্কোস লরেন্তে , পাবলো ফোরনালস।

ফরোয়ার্ড: ফেরান তরেস, পাবলো সারাবিয়া, মিকেল ওইয়ারসাবাল , ইয়েরেমি পিনো।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

এবার স্পেন দলে বার্সেলোনার গাভি

প্রকাশিত : ০১:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১

উয়েফা নেশন্স লিগকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। ইউরোর মতো এবারও রিয়াল মাদ্রিদের কাউকে দলে রাখেনি দেশটির কোচ লুইস এনরিকে। তবে বার্সেলোনার হয়ে মাত্র দুই ম্যাচ খেলা গাভিকে দলে ডেকেছেন স্পেন কোচ।

লিওনেল মেসি- গ্রিজম্যানদের হারিয়ে বার্সা এখন তারণ্য-নির্ভর এক দল। আনসু ফাতি, পেড্রি রদ্রিগেজদের পাশাপাশি দলটিতে রয়েছেন পাবলো মার্টিন পায়েজ গাভির মতো প্রভিবানরা। ফাতি-পেড্রির পর ১৭ বছর বয়সী গাভিও এবার জাতীয় দলে।

দলের তরুণ তারকা জাতীয় দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কাতালান ক্লাবটি। ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে গাভিকে অভিনন্দনও জানিয়েছে তারা।

একনজরে স্পেন স্কোয়াড

গোলরক্ষক:

উনাই সিমন, দেভিদ দে হেয়া, রবের্ত সানচেস।

ডিফেন্ডার: সেসার অ্যাসপিলিকুয়েতা, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাও তরেস, এমেরিক লাপোর্তে, ইনিগো মার্তিনেস, সের্হিও রেগুলিয়ন, মার্কোস আলোনসো।

মিডফিল্ডার:সের্হিও বুসকেতস, রদ্রি হের্নান্দেস, পেদ্রি, মিকেল মেরিনো, কোকে, গাভি, মার্কোস লরেন্তে , পাবলো ফোরনালস।

ফরোয়ার্ড: ফেরান তরেস, পাবলো সারাবিয়া, মিকেল ওইয়ারসাবাল , ইয়েরেমি পিনো।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার