টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। বুধবার দিবাগত রাতে উয়েফা ন্যাশনস কাপের সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।
মিলানে ম্যাচের ১৭তম মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান দ্বিগুন করে এই তোরেসই। অবশ্য তোরেসের দ্বিতীয় গোলের আগেই ম্যাচের ৪২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির লিওনার্দো বুনুচ্চি।
বিরতির পর ১০ জনের দল নিয়েও বেশ লড়াই করে ইতালি। ৮৩তম মিনিটে ফেডারিকার চিয়েসার পাসে গোল করে ম্যাচ জমিয়ে তুলেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে ম্যাচের বাকি সময়ে স্পেনের জালে আর বল পাঠাতে পারেনি রবার্তো মানচিনির শিষ্যরা। ফলে ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ইতালিয়ানদের।
ম্যাচ চলাকালে স্থানীয় দর্শকদের দুয়ো শুনেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডুনারুমা। মূলত এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় ইতালি ও মিলান সমর্থকরা দুয়ো দেয়। সূত্র: গোলডটকম
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার























