০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আসছে আসিফের ‘অনেক হলো লুকোচুরি’

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রথম অ্যালবামেই পেয়েছেন আকাশ ছোঁয়া তারকাখ্যাতি। এরপর সংগীতাঙ্গনে দাপিয়ে বেড়িয়েছেন টানা একযুগ। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজে পারফর্ম করেও দর্শক মনে সাড়া জাগান তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অংশ নিচ্ছেন।

সম্প্রতি তার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় নিউভিশনবিডির ‘অনেক হলো লুকোচুরি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গান নিয়েও নির্মিত হবে মিউজিক ভিডিও। এতেও আসিফ অংশ নিবেন বলে জানা যায়।

ইউটিউব চ্যানেল নিউভিশনবিডির প্রথম অবদান আসিফের কণ্ঠে গাওয়া এই মিউজিক ভিডিওটি। এই মিউজিক ভিডিওটি খুব শিগগির এই চ্যানেলে প্রকাশ করা হবে। এ ছাড়া চ্যানেলটির জন্য প্রায় বিশটির মতো কনটেন্ডন তৈরি করা হয়েছে। এ তালিকায় রয়েছে খণ্ড নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও তারকাদের নিয়ে সাজানো অনুষ্ঠান। খুব শিগগির জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটি যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, আসিফের গাওয়া ‘অনেক হলো লুকোচুরি’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর করেছেন কলকাতার শ্রী প্রিতম। ইতোমধ্যে এর রেকর্ডিং শেষ হয়েছে। দু-একদিনের মধ্যে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হবে বলে নিউভিশনবিডি।

এরই মধ্যে অবশ্য আরও বেশ কিছু নতুন গান করেছেন আসিফ, নির্মিত হয়েছে সেগুলোর ভিডিও। তবে বড় পরিসরের ভিডিও হিসেবে আসিফ উল্লেখ করেছেন ২০০৩ সালে ‘উড়োমেঘ’ গানের ভিডিওটির কথা। কক্সবাজারে ধারণ করা সেই গানের ভিডিওটি পরিচালনা করেছিলেন তানিয়া আহমেদ।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

আসছে আসিফের ‘অনেক হলো লুকোচুরি’

প্রকাশিত : ০২:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রথম অ্যালবামেই পেয়েছেন আকাশ ছোঁয়া তারকাখ্যাতি। এরপর সংগীতাঙ্গনে দাপিয়ে বেড়িয়েছেন টানা একযুগ। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজে পারফর্ম করেও দর্শক মনে সাড়া জাগান তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অংশ নিচ্ছেন।

সম্প্রতি তার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় নিউভিশনবিডির ‘অনেক হলো লুকোচুরি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গান নিয়েও নির্মিত হবে মিউজিক ভিডিও। এতেও আসিফ অংশ নিবেন বলে জানা যায়।

ইউটিউব চ্যানেল নিউভিশনবিডির প্রথম অবদান আসিফের কণ্ঠে গাওয়া এই মিউজিক ভিডিওটি। এই মিউজিক ভিডিওটি খুব শিগগির এই চ্যানেলে প্রকাশ করা হবে। এ ছাড়া চ্যানেলটির জন্য প্রায় বিশটির মতো কনটেন্ডন তৈরি করা হয়েছে। এ তালিকায় রয়েছে খণ্ড নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও তারকাদের নিয়ে সাজানো অনুষ্ঠান। খুব শিগগির জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটি যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, আসিফের গাওয়া ‘অনেক হলো লুকোচুরি’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর করেছেন কলকাতার শ্রী প্রিতম। ইতোমধ্যে এর রেকর্ডিং শেষ হয়েছে। দু-একদিনের মধ্যে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হবে বলে নিউভিশনবিডি।

এরই মধ্যে অবশ্য আরও বেশ কিছু নতুন গান করেছেন আসিফ, নির্মিত হয়েছে সেগুলোর ভিডিও। তবে বড় পরিসরের ভিডিও হিসেবে আসিফ উল্লেখ করেছেন ২০০৩ সালে ‘উড়োমেঘ’ গানের ভিডিওটির কথা। কক্সবাজারে ধারণ করা সেই গানের ভিডিওটি পরিচালনা করেছিলেন তানিয়া আহমেদ।