দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। তবে লেনদেন কিছুটা বেড়েছে সিএসইতে।
মূল্যসূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৯৬টির; আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৩ পয়েন্টে। এদিন বাজারটিতে মোট ২৪১ কোটি ৭১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৫১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন কমেছে ২৭০ কোটি ৭০ লাখ টাকা।
টাকার অংকে মঙ্গলবার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সেলভো কেমিক্যালের শেয়ার। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকার। আর ৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- ওয়াটা কেমিক্যাল, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মাসিটিক্যাল, এসিআই, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট কমে ১০ হাজার ৫৩৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারটিতে মঙ্গলবার মোট ২২২টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টির শেয়ারের দাম। বিপরীতে কমেছে ১২৭টির; আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ারের দাম।

























