বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রাজনীতিতে ভিন্নমতের কারণে শাকিব খান-মিশা সওদাগরের সম্পর্কের তিক্ততা গত বছর চরম পর্যায়ে পৌঁছেছিল। বেশ দূরত্বও তৈরি হয়েছিল।
তারপর থেকে তাদের আর একসঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। নতুন খবর হচ্ছে এই জুটি নতুন একটি ছবিতে অভিনয় করবেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ নামে ছবিতে দেখা মিলবে তাদের।
অনেকেই এ খবরে চমকে গেলেও সব কিছু ছাপিয়ে তারা দুজন ২১ মার্চ দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
এ সময় শাকিব-মিশা ছাড়াও উপস্থিত ছিলেন ছবির নায়িকা শবনম বুবলী। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
মহরত শেষে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের (শাকিব-মিশা) মধ্যে কোনও দ্বন্দ্ব ছিল না। তাই কাজ না করার কোনো কারণও নেই। একটা গ্যাপ ছিল। এই আর কি। আমরা আমরাই তো।’
এ বিষয়ে অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘ছবির গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হওয়ায় কাজটি করছি। দর্শক আবারও আমাদের একসঙ্গে সিনেমায় দেখতে পাবেন এটাই বড় একটি বিষয়।’
শাকিব খান ও মিশা সওদাগর সবশেষ প্রায় দেড় বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘শুটার’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন রাজু চৌধুরী। ছবিটি বাণিজ্যিক সফলতা পেয়েছিল।


























