ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে ও শনিবার সকাল ১০টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে
পাঁচলাইশ থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















