ঢাকা রাত ১:৪৪, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে লজ্জার হার বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে প্রায় অসম্ভব সমীকরণ মেলানো প্রয়োজন ছিল বাংলাদেশের। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের বাকি থাকা দুই ম্যাচ জেতা। মাহমুদউল্লাহরা তো নিজেদের কাজটাই করতে পারলো না! মাত্র ৮৪ রানে অলআউট হয়ে শেষটা ব্যাটিং ইনিংসেই দেখে নিয়েছিল। আর চূড়ান্ত সমাপ্তি টেনে দিলো দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জিতে।

আজ (মঙ্গলবার) আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সুয়েলভে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসারদের সামনে দিশেহারা বাংলাদেশ ১৮.২ ওভারে অলআউট হয় মাত্র ৮৪ রানে। সহজ লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো না হলেও হিসাব মিলিয়ে দিতে কোনও অসুবিধাই হয়নি। ৩৯ বল আগেই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

এ বিভাগের আরও সংবাদ