ইউসেপ বাংলাদেশ ৩ নভেম্বর ২০২১ ইউসেপ দিবসে ইউসেপ এর প্রতিষ্ঠাতা লিন্ডসে এ্যালান চেইনীর জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। সংস্থা’র মিরপুরস্থ প্রধান কার্যালয়ে ইউসেপ-এর চেয়ারপারসনপারভীন মাহমুদ এফসিএ-র সভাপতিত্তে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু; শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান এবং শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব জনাব মোঃ আবদুল করিম।
ইউসেপ অ্যাসোসিয়েশন এবং বোর্ড অব গভর্নরস এর বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, ইউসেপ বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্নেহধন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ১৯৭২ সাল থেকে বেসরকারী পর্যায়ে কারিগরী শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখার জন্য ইউসেপ এর ভূয়ষী প্রসংশা করেন। তিনি চর্তুথ শিল্প বিপ্লবের সুফল গ্রহণের লক্ষ্যে ইউসেপ পরিচালিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রচলিত র্কোসের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং চতুর্থ শিল্প বিপ্লব (৪ আইআর) ও আইসিটি ভিত্তিক কোর্স চালু করার উদ্যোগ নেয়ায় ইউসেপকে ধন্যবাদ জানান। ইউসেপ এর এসব কার্যক্রম টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলাদেশ গড়তে ইউসেপ বাংলাদেশ অব্যাহতভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো: আশরাফ আলী খান খসরু দেশের বিপুল জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের উপরে গুরুত্ত দেন। মোঃ আমিনুল ইসলাম খান তার বক্তব্যে বাংলাদেশের কারিগরি শিক্ষার প্রসারে ইউসেপ বাংলাদেশ গৌরবোজ্জ্বল ভূমিকার উল্লেখ করেন। কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ শ্রম শক্তি তৈরীর লক্ষ্যে কাজ করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে ইউসেপ-এর একসাথে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মোঃ এ্রহছানে এলাহী।
অনুষ্ঠানের সভাপতি পারভীন মাহমুদ এফসিএ বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার আলোতে আলোকিত করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ প্রসঙ্গে ইউসেপ প্রতিষ্ঠাতার অসামান্য ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ এর পরিচালনায় বিশেষ উদ্যোগ রাখায় বোর্ড অব গভর্নরস এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর মোঃ হাফিজুল ইসলাম কে আজীবন সম্মাননা এবং ইউসেপের প্রয়াত প্রথম ছাত্র রমিজ উদ্দিনসহ প্রয়াত চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে, ইউসেপ বাংলাদেশের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে একটি মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























