নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের ২শত ২৪জন পরীক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে আগামী জীবনের সাফল্য অর্জনের লক্ষে বিদায় সংবর্ধনা গ্রহন করে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়। এসময় একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।




















