০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর ৬টা থেকে আজ বুধবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ফারুক হোসেন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪২ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪৬ পিস ইয়াবা, ৭০ কেজি ৬৭০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ২১ বোতল বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬১

প্রকাশিত : ১১:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর ৬টা থেকে আজ বুধবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ফারুক হোসেন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪২ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪৬ পিস ইয়াবা, ৭০ কেজি ৬৭০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ২১ বোতল বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার