১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

জমকালো আয়োজনে পিয়া’স বিউটি এসেনসিয়ালস- এর নতুন আউটলেট উদ্বোধন

রাজধানী ধানমন্ডি-২৭ নাভানা মাসিনা ভবনের ৫ম তলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর নতুন একটি আউটলেটের এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর কর্ণধার প্রিয়া জামান ও বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক তারকা।

তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা নিপুন, রুনা খান, বুলবুল টুম্পা, তানিয়া হোসেন, জেসমিন,সিনথিয়া, রিভা,মন্দিরা, আফির আনিজ, বুশরা, লোপা, আখিঁ আফরোজ, নিন্দা, আজহার মাহমুদসহ অনেকে।

তারকারা প্রিয়া’স এসেন্সিয়াল উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সুসজ্জিত ডেকোরেশনের জন্য পিয়া’স বিউটি এসেনসিয়ালস’র কর্ণধার প্রিয়া জামানের প্রশংসায় পঞ্চমুখ।
সর্বশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর কর্ণধার প্রিয়া জামান বলেন, সকলের দোয়া আন্তরিক ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই সকলের আমার জন্য দোয়া করবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছলিমপুরে গণসংযোগে আসলাম চৌধূরীর স্ত্রী-কন্যা: নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার

জমকালো আয়োজনে পিয়া’স বিউটি এসেনসিয়ালস- এর নতুন আউটলেট উদ্বোধন

প্রকাশিত : ১২:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

রাজধানী ধানমন্ডি-২৭ নাভানা মাসিনা ভবনের ৫ম তলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর নতুন একটি আউটলেটের এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর কর্ণধার প্রিয়া জামান ও বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক তারকা।

তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা নিপুন, রুনা খান, বুলবুল টুম্পা, তানিয়া হোসেন, জেসমিন,সিনথিয়া, রিভা,মন্দিরা, আফির আনিজ, বুশরা, লোপা, আখিঁ আফরোজ, নিন্দা, আজহার মাহমুদসহ অনেকে।

তারকারা প্রিয়া’স এসেন্সিয়াল উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সুসজ্জিত ডেকোরেশনের জন্য পিয়া’স বিউটি এসেনসিয়ালস’র কর্ণধার প্রিয়া জামানের প্রশংসায় পঞ্চমুখ।
সর্বশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, পিয়া’স বিউটি এসেনসিয়ালস এর কর্ণধার প্রিয়া জামান বলেন, সকলের দোয়া আন্তরিক ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই সকলের আমার জন্য দোয়া করবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ