বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সুইডেনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। রবিবার রাতে সেভিয়ায় ‘বি’ গ্রুপের ম্যাচের ৮৬তম মিনিটে আলভারো মোরাতা গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।
দানি ওলমোর ২০ গজ দূর থেকে বুলেট গতির শট ক্রসবারে লেগে ফেরার পর গোলমুখে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান মোরাতা। আট রাউন্ড শেষে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের টিকেট কাটল স্প্যানিশরা। আর ১৫ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইল সুইডেন।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার