০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

পারি কি ভালোবাসতে ?

  • শোয়েব চৌধুরী
  • প্রকাশিত : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • 73

মায়াবী আকর্ষণে চোখের জল
ভালবেসে তোমায় জড়িয়ে ধরি
হয়তোবা ক্লান্তিহীন কিশোরের মতো
তিতাস নদী পাড়ি দিতে পারি
কিংবা ব্রজেন দাসের মতো
হিম শীতল ইংলিশ চ্যানেল ll
তারপর অনেক কিছু পারি না
মাদকতায় ললনার গোলাপি দেহের
কামসূত্রে আবদ্ধ হই না
বিবেক যে তা মানে না ll
হোজারি লোবান মাখানো
শশ্রুমন্ডিত অবয়বে
বিষাক্ত বকধার্মিক সেজে
আহাজারি করতে পারি না
কালো টাকার দাম্ভিকতায়…
মিথ্যার বেসাতি করি না Il

দুঃখ কষ্ট সংগ্রামে সুমনের গানে
দিন কেটে যাচ্ছে বেশ !
প্রত্যাশা করি জীবন আসুক ফিরে
স্বাভাবিকতার যুগে; মন বলে
শেষ পর্যন্ত তোমাকে চাই এই সুরে ll

রচনাকাল ১৮ নভেম্বর ২০২১, প্রভাতের আলোতে

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

পারি কি ভালোবাসতে ?

প্রকাশিত : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

মায়াবী আকর্ষণে চোখের জল
ভালবেসে তোমায় জড়িয়ে ধরি
হয়তোবা ক্লান্তিহীন কিশোরের মতো
তিতাস নদী পাড়ি দিতে পারি
কিংবা ব্রজেন দাসের মতো
হিম শীতল ইংলিশ চ্যানেল ll
তারপর অনেক কিছু পারি না
মাদকতায় ললনার গোলাপি দেহের
কামসূত্রে আবদ্ধ হই না
বিবেক যে তা মানে না ll
হোজারি লোবান মাখানো
শশ্রুমন্ডিত অবয়বে
বিষাক্ত বকধার্মিক সেজে
আহাজারি করতে পারি না
কালো টাকার দাম্ভিকতায়…
মিথ্যার বেসাতি করি না Il

দুঃখ কষ্ট সংগ্রামে সুমনের গানে
দিন কেটে যাচ্ছে বেশ !
প্রত্যাশা করি জীবন আসুক ফিরে
স্বাভাবিকতার যুগে; মন বলে
শেষ পর্যন্ত তোমাকে চাই এই সুরে ll

রচনাকাল ১৮ নভেম্বর ২০২১, প্রভাতের আলোতে

বিজনেস বাংলাদেশ/ এ আর