০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

এবার স্কটল্যান্ডে শাকিবের শুটিং

শাকিব খান বর্তমান সময়ে চলচ্চিত্রের পরিচালক-প্রযোজকদের এক নির্ভরতার নাম। চলচ্চিত্রের এমন দূর্বাস্থার মাঝেও শাকিব খানের ছবি মানেই হল ভর্তি দর্শক। দেশে ও দেশের বাইরে সমান তালে তার ব্যস্ততা। কখনো কলকাতা আবার কখনো বা অন্য কনো দেশে। শুটিংয়ের সেই ধারাবাহিকতায় এবার স্কটল্যান্ডের উদ্দেশ্যে শাকিব।

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর কাজ শুরু করেছেন। কিছুদিন কাজ করেই ফের কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’র গানের শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে যাচ্ছেন এই তারকা। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ‘ভাইজান এলো রে’র গানের শুটিং হবে স্কটল্যান্ডে।

তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কোলকাতার এসকে মুভিজ। শাকিব ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন শ্রাবন্তী, দীপা খন্দকার, ‌মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

গত ২১ ফেব্রুয়ারি কোলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদকে টার্গেট করেই নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

এবার স্কটল্যান্ডে শাকিবের শুটিং

প্রকাশিত : ১২:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

শাকিব খান বর্তমান সময়ে চলচ্চিত্রের পরিচালক-প্রযোজকদের এক নির্ভরতার নাম। চলচ্চিত্রের এমন দূর্বাস্থার মাঝেও শাকিব খানের ছবি মানেই হল ভর্তি দর্শক। দেশে ও দেশের বাইরে সমান তালে তার ব্যস্ততা। কখনো কলকাতা আবার কখনো বা অন্য কনো দেশে। শুটিংয়ের সেই ধারাবাহিকতায় এবার স্কটল্যান্ডের উদ্দেশ্যে শাকিব।

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর কাজ শুরু করেছেন। কিছুদিন কাজ করেই ফের কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’র গানের শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে যাচ্ছেন এই তারকা। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ‘ভাইজান এলো রে’র গানের শুটিং হবে স্কটল্যান্ডে।

তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কোলকাতার এসকে মুভিজ। শাকিব ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন শ্রাবন্তী, দীপা খন্দকার, ‌মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

গত ২১ ফেব্রুয়ারি কোলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদকে টার্গেট করেই নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।