১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

কলকাতায় বাংলাদেশ হাইকমিশন স্বাধীনতা দিবস পালিত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। এরপর সকাল সাড়ে ৭টায় বাংলাদেশের সাথে কলকাতা মিশন থেকেও একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন মিশনের কর্মকর্তারা।

এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান ‘আমার বাংলাদেশের ভাই ও বোনেদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই’।

ট্যাগ :
জনপ্রিয়

কলকাতায় বাংলাদেশ হাইকমিশন স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত : ০১:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি-হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। এরপর সকাল সাড়ে ৭টায় বাংলাদেশের সাথে কলকাতা মিশন থেকেও একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন মিশনের কর্মকর্তারা।

এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান ‘আমার বাংলাদেশের ভাই ও বোনেদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই’।