আগামী ২৮ মার্চ ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন। জানা গেছে, ওই দিন শাকিব খান তাঁর ভক্ত আর দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন। সেদিন ইউটিউবে আসছে শাকিব খানের অফিশিয়াল চ্যানেল—‘শাকিব খান অফিশিয়াল’। বঙ্গ প্ল্যাটফর্ম থেকে তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন তিনি।
স্বাভাবিকভাবে দিনটিতে অনেকে তাকে উপহার দেবেন। তবে শুধু নেওয়া নয়, এবারের জন্মদিনে ভক্তদেরও উপহার দেবেন তিনি।
এদিকে, জন্মদিন উপলক্ষে আগামী ২৮ মার্চ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।
জানা গেছে, শাকিব খান তার নতুন ছবিগুলোর কিছু ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন। যা সেখানে আপলোড করা হবে। এছাড়া ছবির গান ও নায়কের স্মরণীয় কিছু কাজও থাকবে চ্যানেলটিতে।


























