ভিক্ষা তুমি কামনা নও
মানুষের জীবনে
ভিক্ষা তুমি নগন্য হও
মানুষের দ্বারেদ্বারে
ভিক্ষা তুমি অতি দুঃখের
হাতিয়ার হও যার
সবার উপর মনুষ্যত্ব
তার উপরে কী? আর
ভিক্ষা তুমি অতি কঠিন
বাস্তবতার খেলায়
কেউবা করে হেসে ভিক্ষা
রঙীন রঙ্য মেলায়
ভিক্ষা তুমি শেষসম্বল
কারো জীবনে
ভিক্ষা তুমি হও অপবাদ
ক্ষনিকের কারনে


























