০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

‘ভাইয়ারে’ ফাস্ট লুকে প্রসংশা কুড়াচ্ছে রাসেল মিয়া

ভাইয়ারে’ ফাস্ট লুক

সম্প্রতি প্রকাশ পেয়েছে ব্রেন এন্ড লাইফ হসপিটালের ‌‘ভাইয়ারে’ সিনেমার ফাস্ট লুক। আর ফাস্ট লুকেই প্রসংশা কুড়াচ্ছেন অভিনেতা রাসেল মিয়া। দর্শকের মনে যেনো আশার আলো বুনে ফেলেছে ফাস্ট লুক, বিশ্বাস স্থাপন হয়েছে আসছে ভালো একটি সিনেমা। চলচ্চিত্রটির কাহিনী,সংলাপ,গীত ও চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের।

প্রযোজনা করেছেন মোঃ ফখরুল হোসেন। সিনেমাটি পরিচালনায় রকিবুল আলম রকিব, মিউজিক কম্পোজিশন প্লাবন কোরেশি, সংগীত শিল্পী এসআই টুটুল,মনির খান ও লায়লা।

পরিচালক বলেন গান ও গল্পের এই ‘ভাইয়ারে’ ছবিটি এই সময়ে দর্শকের মনে জায়গা করে নিবেন রাসেল মিয়া সহ সকল শিল্পীরাই। অসাধারণ অভিনয় করেছেন রাসেল মিয়া, আমি পরিচালক নিজেই কান্না করে দিয়েছিলাম জেলখানার একটি দৃশ্যের শুটিং করার সময়। রাসেল মিয়া ছাড়াও ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন এ্যালিনা শাম্মি,সাখাওয়াত সাগর, যারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন,পীরজাদা হারুন, সুজন রাজাসহ আর-ও অনেকে। খুব শিঘ্রই চলচ্চিত্রটি প্রেক্ষা গৃহে মুক্তি দেওয়া হবে বলে পরিচালক জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘ভাইয়ারে’ ফাস্ট লুকে প্রসংশা কুড়াচ্ছে রাসেল মিয়া

প্রকাশিত : ০৮:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

সম্প্রতি প্রকাশ পেয়েছে ব্রেন এন্ড লাইফ হসপিটালের ‌‘ভাইয়ারে’ সিনেমার ফাস্ট লুক। আর ফাস্ট লুকেই প্রসংশা কুড়াচ্ছেন অভিনেতা রাসেল মিয়া। দর্শকের মনে যেনো আশার আলো বুনে ফেলেছে ফাস্ট লুক, বিশ্বাস স্থাপন হয়েছে আসছে ভালো একটি সিনেমা। চলচ্চিত্রটির কাহিনী,সংলাপ,গীত ও চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের।

প্রযোজনা করেছেন মোঃ ফখরুল হোসেন। সিনেমাটি পরিচালনায় রকিবুল আলম রকিব, মিউজিক কম্পোজিশন প্লাবন কোরেশি, সংগীত শিল্পী এসআই টুটুল,মনির খান ও লায়লা।

পরিচালক বলেন গান ও গল্পের এই ‘ভাইয়ারে’ ছবিটি এই সময়ে দর্শকের মনে জায়গা করে নিবেন রাসেল মিয়া সহ সকল শিল্পীরাই। অসাধারণ অভিনয় করেছেন রাসেল মিয়া, আমি পরিচালক নিজেই কান্না করে দিয়েছিলাম জেলখানার একটি দৃশ্যের শুটিং করার সময়। রাসেল মিয়া ছাড়াও ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন এ্যালিনা শাম্মি,সাখাওয়াত সাগর, যারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন,পীরজাদা হারুন, সুজন রাজাসহ আর-ও অনেকে। খুব শিঘ্রই চলচ্চিত্রটি প্রেক্ষা গৃহে মুক্তি দেওয়া হবে বলে পরিচালক জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ