ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে (এ, বি ও সি) ইউনিটের মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। বিভাগসমূহে আসন খালি থাকা সপেক্ষে ১৯ জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। তাদের ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।
আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া অটোমাইগ্রেশনের ফলে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। বিশেষ কোটায় শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
গুচ্ছভুক্ত বিশ্বদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে ভর্তির জন্য আগামী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রশোজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে। আবেদন করতে কোন ফি দিতে হবে না।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























