০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জিডি প্রসঙ্গে মুখ খুললেন মিশা-জায়েদ

সদ্য মেয়াদ শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মকবুল হোসেন আরমান (ফাইট ডিরেক্টর)। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগে গতকাল শনিবার রাতে তাদের পক্ষে জিডি দায়ের করেছেন আরমান। জিডিতে সরাসরি মিশা-জায়েদকে না জড়ালেও কমিটির দায়িত্বে থাকার সুবাদে তাদের নাম চলে আসে।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হয় সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনের আগে এমন অনেক মিথ্যে অভিযোগ তোলা হবে, এটাই স্বাভাবিক। যারা টাকা দিয়ে রশিদ পায়নি, তারা আমাকে জানাল না কেন? কেন সরাসরি থানায় যেতে হলো! আর যে অভিযোগটি করেছে সে কীভাবে জানলো ২৪০ জন টাকা দিয়ে রশিদ পায়নি। এখানে অন্য কোনো রাজনীতির গন্ধ কি পাওয়া যাচ্ছে না! ভাই আমার সোজাসাপ্টা কথা, এতগুলো সদস্য টাকা দিয়ে রশিদ পাচ্ছে না; এ নিয়ে তো তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ার কথা। কই আমার কানে তো একবারও এ সংবাদ আসল না।’

এক কথায় তিনি জানিয়ে দেন, নির্বাচনে আমাদের প্রতিপক্ষরা ইচ্ছেকৃতভাবে হেয় করার জন্যই অভিযোগটি করেছেন।

অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এসব অভিযোগ মিথ্যে ও বানোয়াট। কিছু শিল্পী (নাম না বলি) অফিসে জানিয়েছে, আমি কিছু সদস্যর চাঁদা দেবো তাদের রশিদগুলো আমার হাতে দেবেন। এটা অফিসের নিয়মে পড়ে না। এখন আমি যদি ১০০ লোকের চাঁদা দিয়ে সবগুলো রশিদ আমার হাতে রেখে তাদের বলি, আমার কাছে তোমাদের রশিদগুলো আছে নিয়ে যাও আর আমাকে ভোটটা দিতে হবে- এভাবে তাদের ব্ল্যাকমেইল করা হবে।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘গত শুক্রবার (৭ জানুয়ারি) সমিতির সাধারণ মিটিং ছিল। সেখানে এ বিষয়টি নিয়ে তারা কেন কথা বলল না? থানায় কেন যেত হলো! আসন্ন নির্বাচনে প্রতিপক্ষরা আমাদের হেয় করার জন্যই এ কাজটি করেছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত। আসলে আমাদের দুই বছরের সফলতায় তারা ঈর্ষাকাতর। যাই হোক, এতে কিন্তু আমার প্যানেলে প্রচারণাও হচ্ছে!’

উল্লেখ্য, আসছে ২৮ জানুয়ারি ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এক প্যানেলে নির্বাচন করবেন। আরেকটি প্যানেলে নেতৃত্ব দেবেন একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

জিডি প্রসঙ্গে মুখ খুললেন মিশা-জায়েদ

প্রকাশিত : ০৯:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২

সদ্য মেয়াদ শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মকবুল হোসেন আরমান (ফাইট ডিরেক্টর)। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগে গতকাল শনিবার রাতে তাদের পক্ষে জিডি দায়ের করেছেন আরমান। জিডিতে সরাসরি মিশা-জায়েদকে না জড়ালেও কমিটির দায়িত্বে থাকার সুবাদে তাদের নাম চলে আসে।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হয় সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনের আগে এমন অনেক মিথ্যে অভিযোগ তোলা হবে, এটাই স্বাভাবিক। যারা টাকা দিয়ে রশিদ পায়নি, তারা আমাকে জানাল না কেন? কেন সরাসরি থানায় যেতে হলো! আর যে অভিযোগটি করেছে সে কীভাবে জানলো ২৪০ জন টাকা দিয়ে রশিদ পায়নি। এখানে অন্য কোনো রাজনীতির গন্ধ কি পাওয়া যাচ্ছে না! ভাই আমার সোজাসাপ্টা কথা, এতগুলো সদস্য টাকা দিয়ে রশিদ পাচ্ছে না; এ নিয়ে তো তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ার কথা। কই আমার কানে তো একবারও এ সংবাদ আসল না।’

এক কথায় তিনি জানিয়ে দেন, নির্বাচনে আমাদের প্রতিপক্ষরা ইচ্ছেকৃতভাবে হেয় করার জন্যই অভিযোগটি করেছেন।

অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এসব অভিযোগ মিথ্যে ও বানোয়াট। কিছু শিল্পী (নাম না বলি) অফিসে জানিয়েছে, আমি কিছু সদস্যর চাঁদা দেবো তাদের রশিদগুলো আমার হাতে দেবেন। এটা অফিসের নিয়মে পড়ে না। এখন আমি যদি ১০০ লোকের চাঁদা দিয়ে সবগুলো রশিদ আমার হাতে রেখে তাদের বলি, আমার কাছে তোমাদের রশিদগুলো আছে নিয়ে যাও আর আমাকে ভোটটা দিতে হবে- এভাবে তাদের ব্ল্যাকমেইল করা হবে।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘গত শুক্রবার (৭ জানুয়ারি) সমিতির সাধারণ মিটিং ছিল। সেখানে এ বিষয়টি নিয়ে তারা কেন কথা বলল না? থানায় কেন যেত হলো! আসন্ন নির্বাচনে প্রতিপক্ষরা আমাদের হেয় করার জন্যই এ কাজটি করেছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত। আসলে আমাদের দুই বছরের সফলতায় তারা ঈর্ষাকাতর। যাই হোক, এতে কিন্তু আমার প্যানেলে প্রচারণাও হচ্ছে!’

উল্লেখ্য, আসছে ২৮ জানুয়ারি ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এক প্যানেলে নির্বাচন করবেন। আরেকটি প্যানেলে নেতৃত্ব দেবেন একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ