জমজমাট আয়োজনে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করা হল। বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্স (বি এ সি সি) ও এমএন্ মাল্টিমিডিয়া মিডিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় ৫০ জনকে। শুক্রবার, ২৮ জানুয়ারি সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সেরাটন) ঢাকা, ক্রিস্টাল বল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মশিউর রহমান রাঙ্গা এমপি, এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহামান্য রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডঃ মোঃ সারোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক ডঃ যশোদা জীবন দেবনাথ, ডেইলি অবজারভার এর পরিচালক মোঃ কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এমএন্ মাল্টিমিডিয়া মিডিয়ার এম ডি কাজী নামজুল হাসান ও প্রযোজক রাজু আলীম।
বাংলাদেশ এক্সেলেন্স আওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন,বিটিএমএ-এর সভাপতি মোহাম্মদ আলী খোকন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ( পিপিপি) এর সিইও সুলতানা আফরোজ, এফ এস আই বি এল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আতিকুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, সানমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা পারভীন, ডক্টর সুবর্ণা নদীর প্রিয়তা ইফতেখার, নানজিবা খান, রাইয়াতুন দেহরিন, মুনা চৌধুরী, ব্যারিস্টার ওমর এইচ খান জয় ও ব্যারিস্টার মিতি সানজানা, মীর সাব্বির,জান্নাতুল ফেরদৌস পিয়া, তানজিন তিশা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজু আলীম। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিলেন ড্রিম শোবিজ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের সেরা ফ্যাশন আইকনদের জমকালো ফ্যাশন শো’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























